ময়নাগুড়ি ব্লকের বৌলবাড়ি এলাকায় এটিএম লুট কান্ডে গ্রেপ্তার ২, উদ্ধার ১৫ লক্ষ ৪৮ হাজার টাকা রবিবার ধৃতদের তোলা হলো জলপাইগুড়ি জেলা আদালতে।উল্লেখ্য শুক্রবার গভীর রাতে বৌলবাড়ি এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট হয়, পুলিসের ধাওয়ায় গাড়ি ফেলে জঙ্গলে চম্পট দিয়েছিল দুষ্কৃতিরা। এরপরে শনিবার শুরু হয় চিরুনি তল্লাশি। ভোরের আলো থানার অন্তর্গত বৈকুন্ঠপুর জঙ্গল সংলগ্ন সরস্বতী পুর চা বাগান এলাকায় রাতভর চলে তল্লাসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ।