বীরভূমের সদাইপুর থানার চিনপাই গ্রামে ফের চুরির ঘটনা। বৃহস্পতিবার রাতে শ্রী শ্রী রামকৃষ্ণ প্রাইমারি স্কুলে তালা ভেঙে সাতটি ফ্যান, কম্পিউটারের সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস ও লোহার সামগ্রী চুরি যায়। শুক্রবার বিকাল চারটা নাগাদ বিদ্যালয়ের শিক্ষিকা সন্তোষী দত্ত শর্মা জানান, “ফ্যান ও কম্পিউটার সরঞ্জাম সবই উধাও, এতে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সমস্যা হচ্ছে।” এর আগে একই এলাকায় একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটলেও সুরাহা হয়নি।