স্নান করতে গিয়ে পুকুরের গভীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক গৃহবধূর।ঘটনা বলরামপুর ব্লকের ডাহুকচা গ্রামে।মৃত গৃহবধূর নাম মঙ্গলি মুর্মু বয়স ১৮বছর।পুলিশ সূত্রে জানা গেছে বিয়ের সাত বছরের কম সময়ে গর্ভবতী অবস্থায় গৃহবধূর মৃত্যুর কারণে ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ জারি হয়েছে।