বাদশাহী সড়কের মঙ্গলকোটের বক্সীনগরে ভয়াবহ দুর্ঘটনা ঘটলো। ট্রাক্টর ও ক্যান্টারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন দু'জন। দুর্ঘটনার জেরে শনিবার আনুমানিক বিকাল ৫টা ৫০ মিনিট নাগাদ উত্তেজনা ছড়ায় এলাকায়। জখম ট্রাক্টর ও ক্যান্টার চালককে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারমধ্যে ক্যান্টার চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।