বীরভূমের মাড়গ্রামে বোমা মেরে দুই তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় ১২ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এর সাজা ঘোষণা করলো রামপুরহাট আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে রামপুরহাট দ্রুত নিষ্পত্তি আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সন্দীপ কুন্ডুর এজলাসে এই মামলার সাজা ঘোষণা ছিল। বিচারক ১২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সাজা ঘোষণা করেন।