বালুরঘাট শহরে ফের টোটো দুর্ঘটনা। শুক্রবার রাত সাড়ে নয়টায় পথ দুর্ঘটনাটি ঘটল বালুরঘাট শহরের আর্য্য সমিতি এলাকায়। দুটি টোটোর রেষারেষিতে ধাক্কা লাগের তাদের মধ্যে। এরপরই একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা খাবারের দোকানে ঢুকে যায়। ঘটনায় ওই খাবারের দোকানের সব নীচে পড়ে যায়৷ অল্পের জন্য রক্ষা পায় দোকানের দুজন৷ এদিকে একটি টোটোতে যাত্রী ছিল বলে জানা গিয়েছে৷ বেপরোয়া টোটো চলাচল কারণে বালুরঘাট শহরে বাড়ছে পথ দুর্ঘটনায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।