কাজ না করা ও ঘুম থেকে দেরিতে ওঠা নিয়ে বকাবকি করাতে বিষ খেয়ে আত্মঘাতী যুবক, ভাতার থানার পাটনা গ্রামের ঘটনা। মৃত যুবকের নাম সাইফার উদ্দিন মোল্লা (২২) মৃতের দাদা আসরোফ মোল্লা জানিয়েছেন গত ১৬দিন আগে বাড়িতে বকাবকি করা হয়েছিল তাকে কারণ সে কোন কিছু কাজ করত না এবং বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকতো। আর সেই কারণেই সে বিষপান করে ফেলে তাকে প্রথম ভাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও সেখান থেকে Bmchএ নিয়ে আসা হলে চিকিৎসা চলাকালীন আজ বৃহস্পতিবার সকাল সাতটায় তার মৃত্যু হয়