টোটো উল্টে বড়সড়ো দুর্ঘটনা থেকে রেহাই হল বীরভূমের কোটাসুর বাজারে। আজ অর্থাৎ শনিবার বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর বাজারে বৈকাল ছটা নাগাদ রাস্তার গর্তে টোটোর চাকা পড়ে উল্টে যায় আর এই ঘটনায় বড়সড়ো দুর্ঘটনা থেকে রেহাই পেল টোটো চালক সহ টোটো তে থাকা যাত্রীরা। এদিন এই টোটো তে একটি শিশু, দুই মহিলা সহ দুজন পুরুষ ছিলেন বলে জানা যাচ্ছে।