মালদায় পথ দুর্ঘটনা। মিনিবাস নয়নজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মৃত ১জন আহত ৩০জন। মালদা ইংরেজ বাজারের আরাপুর এলাকার ঘটনা। আহত দের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। গাড়ি টি মালদা থেকে রতুয়ার দিকে মালদা রতুয়া রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। প্রচন্ড গতিতে ছিল মিনি বাসটি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।