বুধবার সকাল থেকই বিনপুর ২ ব্লক জুড়ে ছিল মেঘলা আকাশ। বিনপুর 2 ব্লকের ভুলাভেদা, চাকাডোবা, বাঁশপাহাড়ী সহ একাধিক এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয় দুপুর নাগাদ ব্লকের একাধিক এলাকায় হয় ভারি বৃষ্টিপাত। বৃষ্টিপাতের কারণে এদিন দুপুর আনুমানিক ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা ধরে চাকাডোবা, বাঁশপাহাড়ী, পচাপানী, রঘুনাথপুর, টংভেদা, ছুরিমারা, জামতলগোড়া, মাজুগোড়া,ভুলাভেদা সহ একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।