মায়ের বাড়িতে ঢুকার রাস্তাকে কেন্দ্র করে দাদার হাতে হাসুয়ার কোপ খেয়ে রক্তাক্ত অবস্থায় অচৈতন্য হয় দুই বোন। এরপর রক্তাক্ত অবস্থায় ওই দুই বোনকে স্থানীয়রা তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। এরপর ওই দুই বোন গাজোল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার পর। গাজোল থানায় দ্বারস্থ হয়ে দুই বোন দাদার নামে লিখিত অভিযোগ করেন গাজোল থানায় । জানা গিয়েছে হাসুয়ার কোপে আহত দুই বোনের নাম ফরিদা খাতুন। বয়স ৪৬ বছর। বাড়ি গাজোল দেওতলা অঞ্চলের চো