রামনগরের দেপালে কৃষকদের প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা করেন বিধায়ক অখিল গিরি। সরকারের কৃষি দপ্তরের আয়োজনে ২০২৫&২০২৬ কর্ম সুচিরে মাধ্যমে রামনগর বিধানসভার দেপাল পঞ্চায়েতের অন্তর্গত দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রবীন্দ্র নজরুল সভা কক্ষে আজ বিকালে পতাকা উত্তোলন করে কৃষকদের কৃষকদের ট্রেনিং এর সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি।