বৃহস্পতিবার হুগলির শ্রীরামপুর পৌরসভার শিক্ষা বিভাগের পক্ষ থেকে শ্রীরামপুর টাউন হলে এক বিশেষ সংবর্ধনা প্রধান অনুষ্ঠান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের পাশাপাশি জাতীয় স্তরের ক্রীড়াবিদদের এই মঞ্চে সম্মানিত করা হয়। উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সাহা, উপ পৌর প্রধান উত্তম নাগ, সকল সিআইসি মেম্বার এবং পৌর সদস্যরা।