পূর্ব মেদিনীপুর জেলার জনবহুল এলাকা নন্দীগ্রাম বাস স্ট্যান্ড। যার দুই ধারে গড়ে উঠেছে অবৈধ দোকান,তার উপর ব্যস্ত রাস্তা জুড়ে টোটোর লাইন।পুজোর মরশুমেও এই অবৈধ টোটো সরানোর কোন উদ্যোগ নেই কোন পক্ষের। আজ মহাষ্টমীর প্রতিমা দর্শনে আসা দর্শনার্থীদের ভিড় অপর দিকে অবাধ্য বাইক চালকদের কারনেই তীব্র যানজটের সৃষ্টি হয়। নন্দীগ্রাম সুপার স্পেসিলিটি হাসপাতালে আসা রোগীর এম্বুলেন্স আটকে পড়ে। যানজট হঠাতে অবাধ্য বাইক চালক দের বাগে আনতে লাঠি উঁচিয়ে ছুটতে হয় পুলিশ প্রশাসনিক আধিকা