দুরারোগ্য রোগে আক্রান্ত সোনারপুরের শিশুর জন্য বিধাননগর মোড়ে ক্রাউড ফান্ডিং এ নামলো রায়গঞ্জের মানবিক তরুনীরা। শনিবার সন্ধ্যায় ওই তরুনীদের মধ্যে বিপাশা দাস নামের একজন জানান, সোনারপুরের ওই শিশু দুরারোগ্য রোগে আক্রান্ত। তার চিকিৎসায় ৯ কোটি টাকা দরকার৷ কোনও সাধারণ পরিবারের জন্য যা যোগার করা প্রায় অসম্ভব। সেই কারনেই তারা কয়েকজন মিলে পুজোর বাজারের মধ্যে ক্রাউড ফানডিং করছেন। যতটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা করতে।