পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার চন্ডিপুর ব্লকের মাজনাবেরিয়াতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। স্নান করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ হারালো দুই নাবালিকা কন্যা। মৃতদের নাম – পরমা দাস (১০), পিতা অর্জুন দাস, বাড়ি নেতুরিয়া এবং দেবযানী দাস (১১), পিতা মহাদেব দাস, বাড়ি মাজনাবেরিয়া।স্থানীয় সূত্রে জানা যায়, পরমা দাস তার দিদির বাড়িতে বেড়াতে এসেছিল। সেখানে পাশের বাড়ির মেয়ে দেবযানীর সঙ্গে খেলতে খেলতে শনিবার সকাল প্রায় ১১টার সময় দু’জনে পুকুরে স্নান করতে