গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল স্বামী ও তার শাশুড়ির বিরুদ্ধে। গত শুক্রবার শুধু নয় এর আগেও একাধিকবার ওই গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাবরা এলাকায়। ঘটনায় আক্রান্ত গৃহবধূ হিলি গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর গতকাল সন্ধ্যায় হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।