দেশরাজ সিং এর নামে ট্রেনের টিকিট। ২৪ তারিখে নৈহাটি থেকে উত্তর প্রদেশের দেওরিয়া সদর যাওয়ার টিকিট কাটা হয়েছিল। দুপুর ১:১৬ নাগাদ টিকিট কাটা হয়। দুপুর ৩:১৫ তে ট্রেন ছাড়ার কথা ছিল। কিন্তু সেই ট্রেনে চাপেনি দেশরাজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে দেশরাজের বাবা টিকিট কেটে কাচরাপাড়ায় বাড়ি মালিকের কাছে পাঠিয়েছিল। ২৪ তারিখে দেশরাজের উত্তর প্রদেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু সেদিন সে যায়নি। গতকাল অর্থাৎ ২৫ তারিখে কৃষ্ণনগর এসে ছাত্রীকে খুন করে।