পূর্ব মেদিনীপুর জেলার মঙ্গলদায়ীতে কয়া গ্রামে গতকাল গভীর রাতে হোলসেল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে আজ দুপুরে দেখা যায় পোড়া অংশযত্র পড়ে রয়েছে |সূত্রমারফত জানা যাচ্ছে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে পরে একটি দম ফলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে ঘটনাস্থলে আছে পাঁশকুড়া থানার পুলিশ গোডাউনের ঠান্ডা পানীয়সহ কসমেটিক্স ও ভুসিমাল সামগ্রী মজুত ছিল বলে গোডাউনের মালিক অমিত মান্না জানিয়েছেন |