চাকুলিয়া থানার কানকি পশিমপালি এলাকার রাস্তা বেহাল সমস্যায় জন সাধারণ , জানা গেছে প্রায় ৫ বছর ধরে কানকি পশিমপালি এলাকার রাস্তা বেহাল হয়ে পরে রয়েছে ফলে যাতায়াত করতে চরম সমস্যায় পড়েছেন জন সাধারণ অল্প বৃষ্টি হলেই রাস্তায় জল জমে থাকে কয়েক বার প্রশাসন কে জানিয়েও কোনো সুরাহা হচ্ছেনা বলে অভিযোগ স্থানীয়দের ,