ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল মাহাবুর মন্ডল নামে বছর ৩৫-এর এক ব্যক্তির। শনিবার দুপুর দেড়টা নাগাদ বালুরঘাট পুলিশ মর্গে আসে তাঁর দেহ। জানা গিয়েছে, এদিন বাইকে হিলি থেকে আসার পথে বালুপাড়া এলাকায় আর এক বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে রাস্তার উপর ছিটকে পড়ে যান মাহাবুর। সেই সময় একটি লরি তাঁকে ধাক্কা দিলে গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হিলি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।