মুরারই ২ নম্বর ব্লকের আমডোল অঞ্চলের, কনকপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান শিবির।এদিন 6 সেপ্টেম্বর শনিবার সকাল দশটায় শিবির খুলতেই বিভিন্ন প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে এসেছিলেন সাধারণ মানুষ জনেরা। শিবিরের উপস্থিত ছিলেন, আমডোল অঞ্চলের প্রধান সহ মুরারই ২ ব্লক প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও এদিন শিবির উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবী পীযুষ ব্যানার্জী ও বিশিষ্ট জনেরা।