বৃহস্পতিবার বিকেলে নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের ভুচুংবাড়ি এলাকায় আসেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শৈলেন বর্মা। এছাড়াও ছিলেন নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান সাব্বির আলী আহমেদ, সভাপতি গৌতম সরকার। এ বিষয়ে গৌতম বাবু জানান পাশেই একটি নদী এবং একটি ছরা রয়েছে। বৃষ্টিতে জলের ভিতর ওই অংশটুকু ভেঙে যায়। জমি জটে কাজ করা যাচ্ছে না। তাই স্থানীয়দের সঙ্গে বসে কিভাবে ওই অংশটুকু মেরামতি করা যায় এবং যাতায়াতের ব্যবস্থা করা যায়।