জল জমি জঙ্গলের অধিকার ফিরিয়ে দিতে হবে, ডেথ সার্টিফিকেট সম্পর্কিত সমস্যা গুলির সমাধান করতে হবে সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে খড়গপুর গ্রামীণের বসন্তপুর এলাকাতে সম্মেলন সভার আয়োজন হল ভারত মুন্ডা সমাজের। সমাজের কয়েকশো মানুষ এদের মিছিল করে এই সম্মেলনে সামিল হয়েছিলেন।