মঙ্গলকোটের তালডাঙ্গায় বিষধর সাপের কামড়ে মৃত্যু হল বছর পাঁচেকের এক শিশুর। ঘটনার খবর পেয়ে দেহটিকে উদ্ধার করে শনিবার আনুমানিক দুপুর ১টা নাগাদ ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম রহিত টুডু। তাকে ঘুমন্ত অবস্থায় সাপে কামড়ায় বলে দাবি পরিবারের। তারপর তাকে উদ্ধার করে মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া এলাকায়।