টানা বৃষ্টির জেরে জলমগ্ন হল গড়বেতা সংযোগকারী কামারপুকুর-বদনগঞ্জ রাজ্যসড়ক।গোঘাটের সাতবেড়িয়ায় রাজ্য সড়কে হুহু করে জলের স্রোত বইছে।আমোদর নদের জল উপছে মূল রাস্তার উপর জল উঠেছে।রাজ্য সড়কে উপর দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে যানবাহন।বেলা বাড়লে জল আরও বাড়বে এমনটাই আশঙ্খা করছে স্থানীয় বাসিন্দারা।হুগলির কামারপুকুর থেকে পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ এর গুরুত্বপূর্ন রাজ্য সড়ক এটি।জল যেভাবে বাড়ছে তাতে রাতের দিকে আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।