নিখোঁজ থাকা গৃহবধুর দেহ দামোদর নদের চরে, চাঞ্চল্য। একদিন ধরে নিখোঁজ থাকা গৃহবধুর দেহ রবিবার দুপুর একটায় দামোদর নদের চরে পাওয়া যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ানো এলাকায়। রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েতের চেলোদ এলাকায় ওই মহিলার দেহ দামোদর নদের মধ্যে ভাসতে দেখা যায়। জানা গেছে রানীগঞ্জের চাপুই গ্রামের মন্ডল পাড়ার বাসিন্দা বছর ৩২ এর সুস্মিতা মালাকার, গাড়িচালক মান্তু মালাকার এর স্ত্রী। গতকাল সকাল থেকেই সে নিখোঁজ রয়েছে বলেই জানান