প্রায় দুইমাসেরও বেশি বন্ধ থাকার পর পুজোর মুখেই খুলে যাচ্ছে বানারহাট ব্লকের বন্ধ আমবাড়ি চাবাগান। খুশির হাওয়া শ্রমিক মহলে। উল্লেখ্য ঐ চাবাগানে শ্রমিকদের কোন আন্দোলন ছিল না। এমনকি মজুরিও বকেয়া নেই।শুধুমাত্র চা উৎপাদন কম হওয়ার কারনেই গত ৮ জুলাই কাউকে না জানিয়ে বাগান ছেড়ে চলে যায় চাবাগান কতৃপক্ষ। এরপর কেটে গেছে দুইমাসেরও বেশি। বুধবার বিকেল চারটা থেকে সাড়ে পাচটা পর্যন্ত শিলিগুড়ির দাগাপুরে শ্রমিক ভবনে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়।