রেনকোট পড়ে ছাতা নিয়েও ঠাকুর দেখা চলবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ পান্ডুয়ায় বললেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কয়েক ঘন্টার বৃষ্টিতে কলকাতা ও পাশ্ববর্তী এলাকা প্লাবিত হয়েছে।আবহাওয়ার পূর্বাভাসে দুর্গা পুজোর দিন গুলোতেও আশঙ্কার মেঘ রয়েছে।বৃষ্টি হয়ে উৎসব মাটি হবে নাতো! রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন,যতই বৃষ্টি হোক মানুষকে আটকানো যাবে না।জল ডিঙিয়ে প্যান্ডেলে যাবে মানুষ। কারন সারা বছরের অপেক্ষা থাকে এই,,