কোলকাতা মেয় রোডে তৃণমুল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা সমাবেসে যোগ দিতে আসার পথে চলন্ত ট্রেনে পোষ্টে ধাক্কা লেগে আহত হয় ডানকুনি পৌরসভার ১১ নম্বর ওয়াডের তৃণমুল যুব কংগ্রেসের সভাপতি অর্ণব রায়। অন্যান্ন কর্মী সমর্থকরা আহত ব্যক্তিকে নায়ে আসে হাওড়া জেলা হাসপাতালে। এদিন দুপুর আনুমানিক ১.৩০ নাগাদ হাওড়া হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় কলকাতা এসএসকেএম হাসপাতালে।