সারা ভারত কৃষক সভার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হল নেপুরা অঞ্চলে। রবিবার বিনপুর ১ ব্লকের নেপুরা অঞ্চলে কমিউনিস্ট পার্টির কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা বিনপুর ১ ব্লক কমিটির এই সম্মেলনে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন সকাল নাগাদ মিছিলের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত সম্মেলনটি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা, ডহরেশ্বর সেন, তাপস সিনহা, অর্জুন মাহাত,চন্ডী করণ সহ একাধিক নেতৃত্ব ও কর্মীরা।