ধৃতের নাম শিবা বাগদি। গলসি থানা গোমদপুরে তার বাড়ি। বুধবার সকালে কিশোরীকে নিয়ে অভিযুক্ত থানায় হাজির হয়। কিশোরীর বয়ান নথিভুক্ত করে পুলিশ। কিশোরী জানায়, যুবককে সে বিয়ে করেছে। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২২ আগস্ট ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। কিশোরীর মেডিক্যাল পরীক্ষা না হয়ে থাকলে তা করানোর জন্য তদন্তকারী অফিসারকে নির্দেশ দিয়েছেন বিচারক।