বাজারিছড়ার চুড়াইবাড়িতে একটি লরি থেকে 3 কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার,ধৃত 2 । সোমবার কলকাতা থেকে ত্রিপুরা গ্রামে একটি লরি বাজারিছড়ার চুড়াইবাড়ির ওয়াচ পোস্টে পৌঁছালে যথারীতি দলবল নিয়ে তল্লাশি চালায় গেট ইনচার্জ প্রণব মিলি। আর এতে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে ভোজ্য তেলের টিনের ভিতর থেকে ৩০ হাজার ৪৩০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয়। যার কালোবাজারি মূল্য প্রায় তিন কোটি টাকার মত হবে বলে জানা গেছে।