সারমেয় এর কষ্টে এগিয়ে এলো পুলিশ ও বনকর্মীরা।অনন্য এক পশু প্রেম এর সাক্ষী হয়ে থাকলো মানবাজার।মানবাজার হরেকৃষ্ণপুর গ্রামে গতকাল লোহার ফাঁদে পা আটকা পড়ে একটি পথ কুকুরের।যন্ত্রনায় আর্তনাথ করছিলো সে,উপায় না দেখে তাকে উদ্ধার করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে মানবাজার অঞ্চলের ভিলেজ পুলিশ। রবিবার তৎক্ষণাৎ বিষয়টি থানায় সে এবং থানা থেকে বনদপ্তর কে জানানো হয়।