বহরমপুর ভট্টাচার্য পাড়ার সার্বজনীন দূর্গা পূজা কমিটির ৮৬ তম বর্ষের থিম আইফেল টাওয়ার, । পৃথিবীর সপ্তম আশ্চর্যতম মধ্যে অন্যতম হলো ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে অবস্থিত আইফেল টাওয়ার । যার উচ্চতা আনুমানিক ৩৩০ মিটার, সেই আইফেল টাওয়ার এর আদলে তৈরি হচ্ছে মন্ডপ সজ্জা। প্রত্যেক বাড়ি জেলা তথা শহরবাসীকে অভিনব থিমের উপহার দিয়ে আসে এই পুজো কমিটি এবারও তার কোন ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি চলছে,,,