জেলা পরিষদ বোর্ড গঠনে হাইলাকান্দিতে বিজেপি বিরোধী বোর্ড গঠনের পক্ষে বুধবার অভিমত প্রকাশ করেন রামচন্ডি নিমাইচান্দপুর ZPM দিলোয়ার হুসেন বড়ভুইয়া। জেলা কংগ্রেসের পক্ষে থেকে দুই নির্দল জেলা পরিষদের মধ্যে ফাতিমা বেগম চৌধুরীকে চেয়ারম্যান করার ঘোষণায় স্বাগত জানান। তবে এ ঘোষণা পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছেন কিন্তু ব্যক্তিগত ভাবে তাহা পাননি বলে অভিযোগ করেন তিনি। আর আগামী ৬ আগষ্ট তারিখে হাইলাকান্দিতে জেলা পরিষদ বোর্ড গঠনের বিভাগীয় চিঠি পেয়েছেন বলে জানান