ঝাড়গ্রাম জেলার লালগড় থানার রাঙ্গামাটিয়া গ্রামে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক ব্যক্তির মৃতদেহ মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে আনলো লালগড় থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,ওই ব্যক্তির নাম অর্জুন মাহাতো।বয়স ৪০ বছর।বাড়ি লালগড় থানা এলাকায়। তবে কি কারণে ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন তা এখনও জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত নেমেছে লালগড় থানার পুলিশ। মঙ্গলবার সকালে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।