উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার উত্তর কালনাগিনি গ্রামে চুরির হিড়িক, পুলিশের উপর ক্ষোভ বাড়ছে, আতঙ্কিত গ্রামবাসিরা ইসলামপুর থানার গাইসাল-২ গ্রাম পঞ্চায়েতের উত্তর কালনাগিনি গ্রামে পর পর চুরির ঘটনায় চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা।সোমবার গভীর রাতে উত্তর কালনাগিনি গ্রামে দুটি বাড়ি এবং মন্দির মিলিয়ে তিন জায়গায় চুরির ঘটনা ঘটে। দুস্কৃতিরা ঘরের বেড়া কেটে স্বর্ণলঙ্কার নিয়ে পালিয়ে যাবার সময় গৃহবধূ ফুলমানা মন্ডল নামে এক গৃহবধূ টেরপেয়ে চিৎকার চেঁচ