নগর নেপড়া গ্রামে ১৬৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা মিনতি বর্মন কেন্দ্রের চাল-ডাল টিফিন ক্যারিয়ারে ভরে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সহায়িকা প্রায়শই টিফিন ক্যারিয়ারে চাল লুকিয়ে বাড়ি নিয়ে যান। এদিনও সেইভাবে চাল নেওয়ার সময় সন্দেহ হলে বাসিন্দারা হাতেনাতে ধরে ফেলে। যদিও এই ঘটনাটি ওই কেন্দ্রের সহায়িকা অস্বীকার করেছেন। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে সংশ্লিষ্ট এলাকায়।