শিখিরা চাঁপ্তা গ্রাম পঞ্চায়েতে প্রধান-উপ প্রধানে দ্বন্দ্ব, পরিষেবা না পাওয়ায় পঞ্চায়েতের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। আজ বুধবার বৈকাল পাঁচটা নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় পান্ডুয়ার শিখিরা চাঁপ্তা গ্রাম পঞ্চায়েতের রাধানগর সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষ পানীয় জল পাচ্ছে না পি এইচ ইর কলে। ক্ষোভে গ্রামবাসীরা গ্রামের দুটি পিএইচইর পাম্প হাউসে তালা লাগিয়ে দেয়। এবং পঞ্চায়েতের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে ওই পঞ্চায়েতেরই উপ প্রধান,,