মঙ্গলবার কুমারগ্রাম থানার পুলিশের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। 'উৎসর্গ' কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন ওই শিবির করা হয়েছে। এদিন সন্ধ্যা ছয়টা নাগাদ পুলিশ সূত্রে এই খবর জানা গিয়েছে। শিবিরে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এম. পি., কুমারগ্রাম থানার আইসি শমীক চট্টোপাধ্যায় সহ অন্যরা। রক্তদান শিবির ছাড়াও এদিন 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' কর্মসূচিকে সামনে রেখে পুলিশের তরফে কুমারগ্রামে একটি র্যালি করা হয়।