বেআইনিভাবে মেশিন দিয়ে বালি তোলার অভিযোগে বালি তোলার মেশিন সহ একটি ভুটভুটি গাড়ি আটক করল ময়নাগুড়ি থানার পুলিশ। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ময়নাগুড়ি ব্লকের সুস্তির হাট এলাকা থেকে অবৈধ ভাবে মেশিন দিয়ে বালি তোলার অভিযোগে, এদিন বালি তোলার মেশিন, ও পাইপ সহ আটক করল একটি ভুটভুটি । বারবার প্রশাসন থেকে বেআইনিভাবে বালি না তোলার নির্দেশ দিলেও বালি মাফিয়া রা তার তোয়াক্কা না করে অবৈধভাবে নদীতে মেশিন লাগিয়ে বালি পাচার করছে বলে অভিযোগ।