একের পর এক সোনামুখী থেকে উদ্ধার হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন। আসন্ন দুর্গাপুজো আগেই একের পর এক রক পাইথন উদ্ধার হওয়াকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি হচ্ছে গ্রামবাসী দের মধ্যে। আজ সোনামুখী কল্যাণপুরে একটি পোল্ট্রি ফার্ম সংলগ্ন এলাকায় একটি ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার করলো সোনামুখী বন দপ্তর।জন যায় প্রথমে সাধারণ মানুষদের দেখতে পাই ওই সাপটিকে তারপর বন দপ্তর কাছে খবর দেওয়া হয়।