পুলিসকে চ্যালেঞ্জ ছুরে দিয়ে রাজধানীর বুকে এক ডায়াগনস্টিক সেন্টারে থাবা বসালো চোরের দল। চোরেরা ডায়াগনস্টিক সেন্টারে থাকা এসি মেশিনের গ্যাসের তামার পাইপ গুলি কেটে চুরি করে নিয়ে যায়। অনুরুপ ভাবে দুই দিন পূর্বেও ৮ টি এসি মেশিনের কপারের পাইপ চুরি করে নিয়ে গিয়েছে চোরের দল।