একাধিক দাবিতে মানবাজার-১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি দিলো সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন মানবাজার এক নম্বর ব্লক কমিটি সহ সিপিআইএম। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা নাগাদ মানবাজার হসপিটাল মোড় থেকে মিছিল শুরু হয়, এবং শেষ হয় ব্লক অফিসে। মূলত ১০০ দিনের কাজ চালু করা,কদমা ব্রিজের নির্মান,মানবাজার এক নম্বর ব্লক এলাকায় বিভিন্ন রাস্তাঘাট সংস্কার সহ একাধিক দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।