ভাদুলিয়া আশ্রমে বৃক্ষরোপণ কর্মসূচি। বিচার ধারা পরিবারের শতবর্ষ উপলক্ষে খয়রাশোল রাধা গোবিন্দ শিল্পী সমাজ সমিতির উদ্যোগে লোকপুর থানার ভাদুলিয়া গ্রামের রাধাগোবিন্দ সেবা আশ্রমে একশত বৃক্ষরোপণ করা হয় শুক্রবার বিকাল পাঁচটা নাগাদ। পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে সচেতনতা বার্তা দেওয়া হয় অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন খন্ড কার্যবাহ বাপি গড়াই, সমাজসেবী প্রদীপ রুইদাসসহ অন্যান্যরা।