আগামী ৬ ই সেপ্টেম্বর কালা দিবস পালন ও আক্রোশ মহারেলি কে সামনে রেখে বিনপুর 2 ব্লক সহ ঝাড়গ্রাম জেলা জুড়ে জোর কদমে চলছে আদিবাসী কুড়মি সমাজের প্রস্তুতি। সোমবার রাতে বিনপুর 2 ব্লক অর্থাৎ বেলপাহাড়ী ব্লকের ভাগাবাঁধ গ্ৰামে আদিবাসী কুড়মি সমাজের ভাগাবাঁধ গ্ৰাম মহিলা কমিটির উদ্যোগে হয় প্রস্তুতি সভা। আগামী ৬ ই সেপ্টেম্বর কালা দিবস ও আক্রোশ মহারেলি এবং প্রতিবাদী জনসমাবেশের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। এই কর্মসূচিকে সফল করে তুলতেই হয় প্রস্তুতি সভা।