গলসিতে বিষ খেয়ে আত্মঘাতী এক ব্যক্তি। মৃতের নাম ভোম্বল বাগদি(৪৩) গলসিতেই তার বাড়ি। মৃতের পরিবার সূত্রে জানা গেছে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল সে তার উপর নেশা করত আর সেই নেশার ঘোরেই গতকাল সকালে সে বিষপান করে ফেলে। বিষ খাওয়ার কথা জানতে পেলে পরিবারের লোকজন তাকে প্রথমে পুষরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানে থেকে রেফার করে Bmch এ নিয়ে আসলে সেখানেই তার মৃত্যু হয়