জঙ্গলমহল সাক্ষী রইল এক মর্মান্তিক ঘটনার! ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল ব্যাটেলিয়নের সাব-ইনস্পেক্টর জয়দীপ চাটার্জ্জি ভোর রাতে ঝাড়গ্রাম শহরের নিজের ভাড়া বাড়িতে প্রথমে মা ও বাবাকে গুলি করে খুন করেন, তারপর নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ভোর রাতে গুলির শব্দ শুনে প্রতিবেশী ও বাড়ির মালিক ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মা–বাবা ও জয়দীপ চাটার্জ্জিকে মাটিতে পড়ে থাকতে দেখেন।