রামনগর বিধানসভা কেন্দ্রের, রামনগর ১ ব্লকের, ২৪ নং জোনে, পূর্ব বাড়সোলেমানপুর গ্রামের জনসাধারনের দীর্ঘদিনের আকাঙ্খীত গ্রাম্যরাস্তার সমস্তরকমের জটিলতাকে সুরাহা করার জন্য গ্রাম্যসভায় উপস্থিত ছিলেন রামনগর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। এই দিন বিকালে গ্রাম এর রাস্তার উন্নতিকরণ সহ গ্রামের বিকাশ কিভাবে হবে।